• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৪০:৩২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৪০:৩২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:৫১:৪৩

ভোলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, ভোলা: বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভোলা প্রেসক্লাবের কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে এবং ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩১ আগস্ট শনিবার বিকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু এতে সভাপতিত্ব করেন।

দৈনিক বণিক বার্তার ভোলা প্রতিনিধি এইচ এম জাকিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ ইউনুছ শরীফ, দৈনিক ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এছাড়া, ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস্ উল আলম মিঠু।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনুকে সম্মতিক্রমে আহ্বায়ক ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক এবং দিগন্ত টিভির ভোলা জেলা প্রতিনিধি ইউনুস শরীফকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনার নিয়োগ করে নির্বাচনের আয়োজন করবে।

এ সময় বক্তারা বলেন, একটি রাজনৈতিক দলের অবৈধ হস্তক্ষেপে ভোলা প্রেসক্লাবের কিছু সদস্য বিগত ১৬ বছর প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছিল। তাদের হাত থেকে উদ্ধার করে সাংবাদিক সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মতামতকে সম্মান প্রদর্শন করে গঠনতন্ত্র অনুযায়ী সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রকৃত সাংবাদিকদের নিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে প্রেসক্লাবকে সাংবাদিকদের একটি মিলনস্থলে পরিণত করতে হবে বলে জানিয়েছেন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। নবগঠিত আহ্বায়ক কমিটিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫