• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২৫:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২৫:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

৩ আগস্ট ২০২৪ সকাল ০৮:৩৪:৩৭

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। উপজেলা সদরে বেসরকারি ক্লিনিক ‘নিউ লাইফ মেডিকেল সার্ভিস সেন্টারে” শারমিন নামের এক নারী গর্ভবতী অবস্থায় বাচ্চা সিজারিয়ান অপারেশনের জন্য আসেন৷এসময় সময় ডা. শামীমা নাসরিনের অবহেলায় শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি নবজাতকের পিতা ইমরান হোসেনের।

শারমিনের স্বামী আগলা এলাকার বাসিন্দা ইমরান হোসেন বলেন, ‘আমার স্ত্রী গর্ভবতী থাকার কারণে গত সোমবার এই ক্লিনিক এসে চিকিৎসককে দেখাই এবং পরামর্শ নেই। সবকিছু ঠিক আছে মর্মে চিকিৎসক শুক্রবার সিজারিয়ান অপারেশন করতে হবে বলে জানিয়ে দেন। এরপর ২ আগস্ট শুক্রবার সকালে ক্লিনিকে আসার পর ওটিতে নিয়ে সিজারিয়ান অপারেশন করার পর দায়িত্বরত চিকিৎসক শামীমা নাসরিন বলেন, বাচ্চার অবস্থা বেশি ভালো না। পরে শিশু বিশেষজ্ঞ ডাক্তার বাচ্চাকে দেখেন।’

এদিকে এই ক্লিনিকের শিশু বিশেষজ্ঞ ডা. চৌধুরী মোহাম্মাদ ফোয়াদ বলেন, ‘গর্ভবতী ওই নারীর অপারেশনের ডা. শামীমা নাসরিন আমাকে নবজাতকের শারীরিক অবস্থা সম্পর্কে দেখতে দেয়। তখন আমি গিয়ে দেখতে পাই, যে পরিমাণ একজন নবজাতকের শ্বাস-নিঃশ্বাস নেওয়ার কথা তা ছিল না। এরপর২০ মিনিট পর্যন্ত সর্বোচ্চ চেষ্টার পর চিকিৎসা প্রদান করেও বাঁচানো সম্ভব হয়নি। তবে, বাচ্চাটি মায়ের গর্ভে থাকা অবস্থায় ঝুঁকিপূর্ণ ছিল।’  

নিউ লাইফ মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক আওয়াল হোসেনের দাবি, ‘এ ঘটনায় তাদের কোনো ত্রুটি ছিল না৷নবজাতকের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসের সমস্যা ছিল৷’

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম মুঠোফোনে এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ‘নিউ লাইফের বিরুদ্ধে পরপর দুটি মৃত্যুর ঘটনা আমি শুনেছি। দ্রুত তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস মুঠোফোনে এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ‘এ ব্যাপারে কেউ এখনও অভিযোগ করেনি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে৷এছাড়া যত্রতত্র গর্ভবতীদের সিজারিয়ান অপারেশনের বিষয়েও খতিয়ে দেখা হবে।’

উল্লেখ্য যে, গেল মাসে এই নিউ লাইফ মেডিকেলে কৈলাইলের দড়িকান্দা গ্রামের বাসন্দিা তানিয়া আক্তার গর্ভবতী অবস্থায় আসেন সিজারিয়ান অপারেশনের জন্য। অপারেশনের পর মারা যান তানিয়া। তানিয়ার স্বামী সোহেল এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩