• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৪:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৪:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাসপাতাল থেকে চুরির ৭ মাস পর নবজাতক উদ্ধার

৬ মার্চ ২০২৪ সকাল ১০:৫৩:৩২

হাসপাতাল থেকে চুরির ৭ মাস পর নবজাতক উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর হাসপাতাল থেকে চুরির ৭ মাস পর সেই হারিয়ে যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ভাড়াটিয়াসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

৪ মার্চ সোমবার রাজধানী থেকে পুলিশ বুর‍্যো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার সদস্যদের অভিযানে  ওই নবজাতকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার আসামিরা হলেন, মুরাদনগর উপজেলার নিয়ামতপুর এলাকার জাকির হোসেনের স্ত্রী পারভীন (৩০) ও জেসমিন জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের আব্দুল মালেকের মেয়ে।

জানা যায়, গত বছরের ১৩ এপ্রিল কুমিল্লা সদর হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে ৪ দিনের ওই নবজাতক চুরি হয়। এ ঘটনায় নবজাতকের বাবা মো. জসিম উদ্দীন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পিবিআই মামলাটির তদন্তের দায়িত্ব পায়।

গ্রেফতার আসামিদের বরাতে পিআইবি জানায়, পারভীনের সাথে জেসমিন কথোপকথনে জানায় তার একটি নবজাতক ছেলে থাকলে কতইনা ভালো হতো। এ সময় পারভীনও তার কথা বুঝতে পেরে তাকে বলে যদি ৫০ হাজার টাকা দেয় সে একটি নবজাতক এনে দিতে পারবে।

পরে তারা পরিকল্পনা করে নবজাতককে এনে দিলে জেসমিন তাকে নিয়ে পালাবে। নবজাতকের নানু নুরজাহান বেগম (৬০) তাকে নিয়ে বারান্দায় হাটাহাটি করার সময় তাদের বাসার ভাড়াটিয়া পারভীন নবজাতকের শারীরিক সমস্যার কথা বলে বড় ডাক্তার দেখানোর জন্য বলে।

নবজাতকের মাকে কিছু না জানিয়ে পারভীন তার নবজাতকসহ নানুকে নিয়ে টিকেট কাউন্টারে যায়। ওই স্থানে আগে থেকেই বসে থাকা জেসমিন নুরজাহান বেগমকে বলেন, তিনি বৃদ্ধ মহিলা এবং তাহার কষ্ট হচ্ছে বলে তার কোলে নেয়। বাচ্চা সাথে থাকলে তাড়াতাড়ি টিকেট দিবে। তখন নুরজাহান বেগম সরল বিশ্বাসে নবজাতককে ওই মহিলার কাছে তুলে দিয়ে একপাশে দাঁড়ায়।

এই সুযোগে জেসমিন নবজাতককে চুরি করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে পারভীনকে টিকেট কাউন্টারের কাছে পেয়ে ওই মহিলার কথা জিজ্ঞাসা করলে সে তাকে দেখে নাই বলে জনায়। চারদিকে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে পুলিশকে অবহিত করে। এ ঘটনার ৭ মাস পর পিবিআই তাকে উদ্ধার করে।

পিবিআই কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ওই নবজাতককে বাচ্চাসহ ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর জেসমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তার সহযোগী পারভীনের নিকট হতে ৫০ হাজার টাকার বিনিময়ে (৩০ হাজার টাকা পরিশোধ করে) ছেলে বাচ্চা মনে করে ক্রয় করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩