সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে রিয়াদ আরফান সরকার রানা দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৯১ কেন্দ্রে গিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। নির্বাচনে ৩২ হাজার ৩শ’ ৬৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রানা । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমল হোসেন সরকার (আনারস) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮ হাজার ১শ’ ৭২টি ।
রিয়াদ আরফান সরকার রানা সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্র মোতাবেক বিএনপি প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে ৪ মে তাকে বহিষ্কার করে।
এ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে মহসিন মন্ডল মিঠু চশমা প্রতীকে ৩৬ হাজার ৬শ’ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩শ’ ৯৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা বেগম লাকী পদ্ম ফুল প্রতীকে ৩০ হাজার ৮শ’ ৮৪ ভোট পেয়ে তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজা হোসেন শিলা প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৯ শ’ ৭৭ ভোট।
উল্লেখ্য, সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একটি পৌরসভা ও ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৭ হাজার ৯শ’ ৭৬ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available