• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৪:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৪:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীগঞ্জে নির্বাচিত হলেন শেফু, সাইফুল ও কাকলী

২২ মে ২০২৪ বিকাল ০৪:১১:১৯

নবীগঞ্জে নির্বাচিত হলেন শেফু, সাইফুল ও কাকলী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: বহু জল্পনা কল্পনার পর নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান শেফু, ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ছইফা রহমান কাকলী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

২১ মে মঙ্গলবার সন্ধ্যারাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অনুপম দাশ অনুপ তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। চেয়ারম্যান পদে নবীগঞ্জ উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী শেফু চিংড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি ২৫ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া) প্রতীক নিয়ে ২১ হাজার ৭৫১ ভোট পেয়েছেন। এদিকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুলতান মাহমুদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ২০ হাজার ৫৬৩ ভোট পেয়েছেন।

প্রথম সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী নুর উদ্দিন চৌধুরী বুলবুল দোয়াদ কলম প্রতীক নিয়ে ১৭ হাজার ৯৪২ ভোট পেয়েছেন। নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ইমদাদুর রহমান মুকুল হেলিকাপ্টার প্রতীক নিয়ে ১৭ হাজার ৪৭ ভোট পেয়েছেন।

হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী বোরহান উদ্দিন চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৩৭৬ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য স্বতন্ত্র প্রার্থী শাহ আবুল খয়ের কৈ মাছ প্রতীকে ১ হাজার ৯৫০ ভোট পেয়েছেন। শেখ মোস্তফা কামাল কাপ পিরিস প্রতীক নিয়ে ১ হাজার ৯০৫ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী তালা প্রতীক নিয়ে ৩৯ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্দিকুর রহমান বই প্রতীক নিয়ে ১৮ হাজার ৪৪১ ভোট পেয়েছেন।

এছাড়া বর্তমান ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ মাইক প্রতীক নিয়ে ১৮ হাজার ৩৮ ভোট পেয়েছেন। আলমগীর চৌধুরী সালমান বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে ৯ হাজার ৩৮১ ভোট পেয়েছেন। অনর উদ্দিন জাহিদ উড়োজাহাজ প্রতীক নিয়ে ৭ হাজার ৪৬ ভোট পেয়েছেন। রুবেল তালুকদার টিউবওয়েল প্রতীক নিয়ে ৬ হাজার ৯৪০ ভোট পেয়েছেন। আব্দুল আলী ইয়াছিনী টিয়া পাখি প্রতীক নিয়ে ৬ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। মুরাদ আহমেদ চশমা প্রতীক নিয়ে ১ হাজার ৮৮৩ ভোট পেয়েছেন। হেলাল চৌধুরী আইসক্রিম প্রতীক নিয়ে ১ হাজার ২৬১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ছইফা রহমান কাকলী (ফুটবল) প্রতীক নিয়ে ৮৬ হাজার ৬১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম হাঁস প্রতীক নিয়ে ২৩ হাজার ৫৪৪ ভোট পেয়েছেন।

নির্বাচন চলাকালীন সময়ে বড় ধরনের অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া না গেলেও গজনাইপুর ইউনিয়নের ইজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতাইহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট প্রদানকালে ৩ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের মধ্যে ২ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অপরজনের প্রাপ্ত বয়স না হওয়ায় পুলিশের জিম্মায় দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩