নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভিতে আজ ৬ এপ্রিল শনিবার রাত দশটায় প্রচারিত হবে নাটক ‘ভেল্কিবাজী’। নীহাজ খানের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি কমেডি ঘরানার হলেও এতে সমাজের জন্য রয়েছে একটি ম্যাসেজ। ‘মিডিয়া ক্রিয়েশন’ প্রযোজিত নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফ হাসান ও প্রিয়াঙ্কা জামান।
নাটকটিতে আরও অভিনয় করেছেন, কাজী উজ্জ্বল, সোহেল রশিদ, ইমরান আজান, লিজা খানম, শেখ স্বপ্না, তানজিদা তারিন, নুরুল ইসলাম রানা, মিজান, সেতু, ফারুক রাজসহ আরও অনেকেই।
নাটকটিতে দেখা যায়, শ্যুটিং ইউনিট শ্যুটিং করতে গিয়ে নায়কের অনুপস্থিতিতে বিপাকে পড়েন পরিচালক। ইউনিট নিয়ে বসে অলস সময় পার করতে থাকেন আর হিরোর জন্য অপেক্ষা করতে থাকেন। পরিচালকের মোবাইলে এসএমএস আসে হিরো হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি আছেন, শ্যুটিং করতে পারবেন না। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েন পরিচালক। প্রযোজকের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো।
এমন অবস্থায় সহকারী পরিচালক বুদ্ধি দিলেন, শ্যুটিং বন্ধ না করে পরিচালককেই হিরোর চরিত্রে অভিনয় করতে। বাবা-মা চরিত্র শিল্পী, নায়িকা ও প্রযোজক এই বুদ্ধিকে সাধুবাদ জানিয়ে শ্যুটিং করার জন্য আহ্বান করেন পরিচালককে। শুরু হলো শ্যুটিং। পরিচালক হলেন নায়ক আর সহকারী পরিচালক হলেন পরিচালক।
নাটকটি নিয়ে পরিচালক নীহাজ খান জানান, শ্যুটিং সম্পর্কিত ঘটনা হচ্ছে নাটকটির মূল প্লট। কিন্তু এর ভেতরে রয়েছে আরও একটি গল্প। নাটকটির মূল প্লট এবং ভেতরের গল্পে থাকবে ভেল্কিবাজী। আমাদের বর্তমান যুগে প্রেম করাটা কোনো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রেমিক-প্রেমিকাদের প্রেমকে বেশিরভাগই পরিবার মেনে নিতে পারেন না। এজন্যই বেশিরভাগ প্রেমিক-প্রেমিকা পালিয়ে বিয়ে করার পথ বেছে নেন।
এই নাটকটির ভেতরের গল্পের মাধ্যমে প্রেমিক-প্রেমিকাকে পারিবারিকভাবে খোঁজ-খবর নিয়ে বিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করার ম্যাসেজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available