• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪২:০২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪২:০২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীরগঞ্জে ভুট্টা খেত থেকে নারীর মরদেহ উদ্ধার

১৪ মার্চ ২০২৪ সকাল ০৯:৩৪:৫১

বীরগঞ্জে ভুট্টা খেত থেকে নারীর মরদেহ উদ্ধার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ ভুট্টা খেত থেকে রিপা আক্তার (২৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৩ মার্চ বুধবার বেলা ১২টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের চকরঘু গ্রামের একটি ভুট্টা খেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে বীরগঞ্জ থানা পুলিশ।

নিহত রিপা আক্তার উপজেলার মরিচা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের রুবেল ইসলামের স্ত্রী। রুবেল ইসলাম ঢাকা গাজীপুরের পূর্ব মৌচাক এলাকার চাবাগান রোডের লিরিক ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিঃ নামের একটি গার্মেন্টে চাকরি করেন।

সাতোর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল আজিজ জানান, গত শবে বরাতের দিন সাতোর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ওবাইদুল ইসলামের বাসায় মায়ের সাথে বেড়াতে আসেন রিপা। ওবাইদুল ইসলাম রিপার বড় বোন জামাই। দুলাভাইয়ের বাড়ি থেকেই গত ৯ মার্চ শনিবার থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার পর তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। ১৩ মার্চ বুধবার দুপুরে নিজ ভুট্টা খেতে পানি দিতে এসে চকরঘু গ্রামের মৃত মসর উদ্দিনের ছেলে মকলেছুর রহমান ড্রেনের পাশে মরদেহটি দেখতে পায়। স্থানীয়রা ধারণা করছেন, ধর্ষণের পর ওই নারীকে হত্যা করে ভুট্টা খেতে ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।

তবে ওই নারী স্বামী রুবেল ইসলাম জানান, তার স্ত্রী রিপা দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি আরও জানান, গত শনিবার থেকে রিপা নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে বুধবার এসেছেন তিনি।

বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত রিপার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের পাশে দুইটি বিষের বোতল, দুই কানে হেড ফোনসহ বুকের ভিতর থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

মৃত রিপা মানসিক রোগী ছিলেন বলে পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার আগে প্রায়ই আত্মহত্যা করার কথা পরিবারের কাছে বলতেন।

তদন্তকারী অফিসার এসআই শেখ ফরিদ জানান, নিহত রিপার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ