• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৮:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৮:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি উপাচার্য সাদেকা হালিম

৮ মার্চ ২০২৪ বিকাল ০৪:৪৬:৫৪

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি উপাচার্য সাদেকা হালিম

জবি প্রতিনিধি: 'স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

৮ মার্চ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেলে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘নারীর বিকাশ, নারীর জয় ছড়িয়ে পড়ুক বিশ্বম ‘ স্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক ৭ মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের তাৎপর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি এমপি। এতে দেশ-বিদেশে কর্মরত প্রায় পাঁচশত বাংলাদেশি নারী উদ্যোক্তা পেশাজীবী অংশ নেন এবং ২০ জন নারী স্বপ্নজয়ী সম্মাননা পান।

অনুষ্ঠানের ভিডিও সাক্ষাৎকারে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, " শিক্ষকতার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি। দেশের সকল ক্ষেত্রে নারীদের অসামান্য অবদান রয়েছে।

এরপর বক্তৃতায় তিনি স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪ পেয়ে অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজকদের ধন্যবাদ জানান। তাদের পথকে সুগম করার জন্য শুভকামনা বার্তা প্রেরণ করেন"।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩