• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১০:৪১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১০:৪১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় এক বছরে ১৫০ নারী নির্যাতনের শিকার

২৬ নভেম্বর ২০২৩ দুপুর ০১:১৮:০৫

নওগাঁয় এক বছরে ১৫০ নারী নির্যাতনের শিকার

নওগাঁ প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখা। ২৫ নভেম্বর শনিবার বিকেলে শহরের মাস্টার পাড়ায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, গত এক বছরে নওগাঁ জেলার ১৫০ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। তারা স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের কাছে থেকে যৌতুকের জন্য, স্বামীর পরকীয়ার জের, মাদক সেবনে বাধা দেওয়া, সন্তান না হওয়াসহ বিভিন্ন কারণে নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, এর মধ্যে মহিলা পরিষদের প্রচেষ্টায় ৩৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বেশ কিছু মামলা আদালতে বিচারাধীন রয়েছে। নানা সীমাবন্ধতার কারণে অনেক অভিযোগের শেষ পর্যন্ত সুরাহা করা সম্ভব হয় না। তারপরও আমরা সব অভিযোগ গুরুত্বসহকারে নিয়ে সমাধানের চেষ্টা করি।

লিগ্যাল এইড সম্পাদক মমতাজ বেগম বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। গত পাঁচ দশকে আর্থসামাজিক উন্নয়নে নারীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। অথচ নারীর মানবাধিকার এখনও অর্জিত হয়নি। নারীদের আরও বেশি সচেতন হতে হবে। নারীর পাশে সবাইকে দাঁড়াতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরণী হোক সবার জন্য নিরাপদ বাসগ্রহ। নারীরা যেন নির্যাতনের শিকার না হয়, সেজন্য যে যার অবস্থান থেকে কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি সিদ্দিকা খাতুন, আন্দোলন সম্পাদক পারভীন রেজা, প্রশিক্ষণ সম্পাদক মনোয়ারা বেগম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩