• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৪:১০ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৪:১০ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অটোরিকশায় আগুন

১৪ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৫:৫৬

কেরানীগঞ্জে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অটোরিকশায় আগুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কের কেরানীগঞ্জের কালিন্দী দেওশুর ব্রিজের উপরে অটোরিকশা ও সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অটোরিকশাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা সিএনজির আগুন নিভিয়ে ফেলায় সামান্য ক্ষতি হয়েছে। ১৪ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

সিএনজি ড্রাইভার বাহাদুর মিয়া জানান, যাত্রী বোঝাই সিএনজি নিয়ে ব্রিজের উপরে ওঠার সাথে সাথেই কয়েকজন যুবক তার সিএনজি ও একটি অটো রিক্সার গতি রোধ করে বোতলে থাকা দাহ্য কিছু পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। যাত্রীরা কোন রকমে দৌড়ে বেরিয়ে প্রাণে রক্ষা করেন। আগুন লাগিয়ে যুবকরা যাওয়ার সময় জিয়ার সৈনিক স্লোগান দিয়ে এলাকা ত্যাগ করে।

কেরানীগঞ্জে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ জানান, আগুন লাগার খবরে আমাদের পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে নিয়ে অটোরিকশাটির আগুন নেভাতে সক্ষম হয়। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সিএনজি ড্রাইভারের ভাষ্য অনুযায়ী তারা একটি রাজনৈতিক দলের সদস্য। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হতে পারে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা না হলেও ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০