জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলা সিনেমার নায়ক মান্নার মৃত্যুতে ইউনাইটেড হাসপাতালের ৬ চিকিৎসককের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেছিলেন নায়কের স্ত্রী শেলী কাদের। এবার সে মামল দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতির হস্তেক্ষেপ কামনা করেছেন তিনি।
৬ আগস্ট রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে শেলী কাদের বলেন, ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালের ৬ চিকিৎসকের বিরুদ্ধে মান্নার চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে একটি মামলা করা হয়। কিন্তু এতদিন হয়ে গেলেও মামলাটি নিষ্পত্তি হয়নি, মান্না হত্যার বিচার হয়নি। আমি মান্নার হত্যার ন্যায় বিচার চাই। ন্যায় বিচার নিশ্চিতে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালের ৬ চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মামলা করেন নায়ক মান্নার শ্যালক রেজা কাদের। পরে এ মামলার বিচারবিভাগীয় তদন্ত হয়। তদন্তে প্রাথমিকভাবে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম ২০০৯ সালের ২৮ জানুয়ারি ৬ ডাক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরদিন তারা হাইকোর্টে জামিন আবেদন করলে হাইকোর্টের একটি বেঞ্চ তাদের ৮ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। একই বছরের ১৬ মার্চ ৬ চিকিৎসক আত্মসর্পণ করলে তাদের ৫০ হাজার টাকা বন্ডে স্বাক্ষর রেখে জামিন দেয় আদালত। পরে ২০০৯ সালের ১৮ অক্টোবর অভিযুক্ত ৬ ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিশেষ দায়রা জজ ফিরোজ আলম। পরে একই বছড় ১, ২ ও ৩ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু একই দিনে সংশ্লিষ্ট বিচারক বদলি হয়ে যাওয়ায় থেমে যায় সাক্ষ্যগ্রহণ। এসময় আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করেন। কিন্তু সে রিট আবেদনের শুানানিও শুরু না করে সময়ক্ষেপন করছে বলে অভিযোগ করেন মান্নার মামলার আইনজীবী ড. ব্যারিস্টার খন্দকার মুহাম্মদ মুশফিকুল হুদা।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ভোরে কিছুটা অসুস্থ বোধ করায় নিজেই গাড়ি চালিয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান মান্না। পরে সেখানেই হার্টঅ্যাটাকে তার মৃত্য হয়। এ ঘটনায় হাসপাতালে কর্তব্যরত ৬ চিকিৎসকের বিরুদ্ধে অবহলোর অভিযোগ এনে মামলা করেন মান্নার স্বজনরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available