গাজীপুর (সদর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বিকেলে নৌকা যোগে দাদা-দাদির সাথে একই পরিবারের পাঁচজন বেড়াতে গিয়ে পানির শ্রোতে নৌকা উল্টে যায়। এতে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন মা-ছেলে । ১৫ জুলাই সোমবার বিকালে উপজেলার নয়নগর আঞ্চলিক রাস্তার মধ্যবর্তী স্থানে ভগাবাড়ি বিলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানা যায়, উপজেলার ভাউমান ভগাবাড়ি বিল এলাকায় সোমবার বিকেল সাড়ে পাঁচটায় পার্শ্ববর্তী এলাকার টালাবহ গ্রামের মো. ফরমান আলী (৭০) নিজের নৌকা দিয়ে স্ত্রী, নাতি-নাতনিসহ পাঁচ জন বেড়াতে যায়। ভাউমান-নয়নগর আঞ্চলিক রাস্তার মধ্যবর্তী স্থানে বক্স কালভার্টের নিচে পৌঁছালে পানির স্রোতে নৌকা উল্টে যায়। বক্স কালভার্টে নিচে নৌকাটি আটকে গেলেও পাঁচজনই পানিতে ডুবে যায়।
প্রথমে এলাকাবাসী উদ্ধারে কার্যক্রম চালিয়ে মো. ফরমান আলী (৭০), স্ত্রী শহর বানু (৬৫) ও নাতনি মরিয়মসহ (৭) ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় সাদিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ এবং তার শিশুপুত্র আব্দুল্লাহ (৩) নিখোঁজ রয়েছে। অনেক চেষ্টা করেও নিখোঁজ মা ও শিশু পুত্রকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে কালিয়াকৈর থানার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রায়হান চৌধুরি সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন কররন। তিনি বলেন, যেহেতু রাত্রি হয়েছে। অপরদিকে কালিয়াকৈরে কোনো ডুবুরি দল নেই। গাজীপুরের টঙ্গি ফায়ার সার্ভিস থেকে আগামীকাল সকালে ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available