• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৫:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৫:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রৌমারীতে চরাঞ্চল প্লাবিত, নদীভাঙ্গনে বাড়িঘর হারিয়েছে ২০টি পরিবার

৬ জুন ২০২৪ সকাল ১০:৩৮:৩৩

রৌমারীতে চরাঞ্চল প্লাবিত,  নদীভাঙ্গনে বাড়িঘর হারিয়েছে ২০টি পরিবার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কয়েকদিন ধরে ভারী বৃষ্টির সাথে সাথে ব্রহ্মপুত্র নদীতে পানি বৃদ্ধি ও তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে রৌমারীর চরাঞ্চল।

৫ জুন বুধবার সকাল ১০টার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফুলুয়ারচর, পশ্চিম ফুলুয়ারচর, পালেরচর ও চরশৌমারী ইউনিয়নের সোনাপুর, ঘুঘুমারী, সুখেরবাতি, উত্তর খেদাইমারী, উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের খেয়ারচর, সাহেবের আলগা, দইখাওয়া এলাকা সরেজমিনে গিয়ে দেখা যায় এসব চিত্র।

গত কয়েকদিন ধরে ব্রহ্মপুত্র নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে চরাঞ্চল তলিয়ে বিভিন্ন ধরনের ফসল পানির নিচে ডুবে গেছে। সেই সাথে দেখা দিয়েছে নদীতে তীব্র ভাঙ্গন। গত এক সপ্তাহে ভাঙ্গনের শিকার হয়ে নদীতে বিলীন হয়েছে ২০টি পরিবারের সহায় সম্বল। অপর দিকে মরিচের টাল, তিল, চিনা, কাউন, পাট, রাধুনী হজ ও শাকসবজির জমি পানিতে তলিয়ে গেছে।

ফলুয়ারচর গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘আমি ঋণ করে তিল, চিনা, কাউন ও মরিচের টাল করেছিলাম। কয়দিন ধরে বৃষ্টি থাকায় জমিতে যাই নাই। আজকে জমিতে গিয়ে দেখি আমার জমি পানির নিচে তলিয়ে গেছে। আমি এখন বউ বাচ্চানিয়ে কী খামু আর ঋণের টাকা কীভাবে শোধ দিমু?’

সোনাপুর গ্রামের চাঁন মিয়া বলেন, ‘আমার ঘরবাড়ি নদীতে ভেসে গেছে। আমার বাড়ি করার মতো জায়গা নাই, স্ত্রী-সন্তান নিয়ে কোথায় যাব তার কোনো নিশানা পাইতেছি না। সরকারি-বেসরকারিভাবে কোন সাহায্যও পাই না।’

ফলুয়ার চর গ্রামের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বিপ্লব হোসেন বলেন, ‘গত কয়েকদিন ধরে বৃষ্টি ও ব্রহ্মপুত্র নদীতে পানি বাড়ার সাথে সাথে ভাঙ্গন শুরু হয়েছে। একই সঙ্গে তলিয়ে গেছে অনেকের আবাদী ফসল।’

বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার বলেন, ‘আমার ইউনিয়নের তিন চারটি গ্রামে পানি বাড়ার সাথে সাথে ভাঙ্গন দেখা দিয়েছে। চরের আবাদগুলা পানিতে তলিয়ে যাচ্ছে।’

রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, ‘কয়েকদিন থেকে বৃষ্টি ও ব্রহ্মপুত্র নদীতে পানি বাড়ার সাথে সাথে উপজেলার কয়েকটি গ্রামে ভাঙ্গন দেখা দিয়েছে। আমি ইতিমধ্যে কয়েকটি এলাকা পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ভাঙ্গন রোধের চেষ্টা চালাচ্ছি। ভাঙ্গন কবলিত মানুষগুলো চেয়ারম্যানদের মাধ্যমে আবেদন দিলে তাদের পুর্নবাসনের ব্যবস্থা করবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩