• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২৭:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২৭:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে কারখানার নিরাপত্তায় শক্ত অবস্থানে সেনাবাহিনী পুলিশ

৫ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৭:১৯

গাজীপুরে কারখানার নিরাপত্তায় শক্ত অবস্থানে সেনাবাহিনী পুলিশ

গাজীপুর (সদর) প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় শ্রমিক নিয়োগে পুরুষ বৈষম্যের দাবিতে মন্ডল ইন্টিমিটস লি. কারখানার সামনে আন্দোলন করেন বহিরাগত শ্রমিকরা। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পুরুষদের চাকরি নিয়োগ দাবিতে কারখানায় সামনে পথে অবস্থান করেন আন্দোলন করতে দেখা যায় তাদের।

সকাল ১০টার দিকে বাহির থেকে ইট পাটকেল ছুড়ে কারখানা ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ভিতর থেকে শ্রমিকরাও ইটপাটকেল ছুটতে থাকলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ায় কয়েকজন আহত হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ জানান, সকালে বহিরাগত শ্রমিকরা চাকরির দাবিতে মন্ডল ইন্টিমিটস লি. এর সামনে আন্দোলন করে কারখানা ভাঙচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সকাল থেকে বহিরাগত শ্রমিকরা কারখানার সামনে চাকরির দাবিতে ঝড়ো হতে থাকে। আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাদের কোনো কর্মস্থান খালি নেই।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ গেটের সামনে নোটিশ টানিয়েও দিয়েছে। পরে আমরা জেলা পুলিশ, শিল্প পুলিশ, ও সেনাবাহিনী শ্রমিকদের সাথে কথা বলে বুঝিয়ে শান্তভাবে পাঠিয়ে দেই। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩