• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৬:২৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৬:২৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ভাংচুর

৪ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪:১৬

সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ভাংচুর

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদের ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।  

৩ জানুয়ারি বুধবার মধ্যরাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোর্শেদ আলম, আওয়ামী লীগের সহ সভাপতি আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিকসহ ১৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কান্দারপাড়া বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ ট্রাক প্রতীকের নির্বাচন পরিচালনার অফিস থেকে ট্রাকের সমর্থকরা নিয়মিত নিবার্চনী প্রচার-প্রচারণার কাজ চালিয়ে আসছে। বুধবার রাত ৯ টার দিকে নির্বাচনি কার্যক্রম শেষ করে বাড়ি চলে যায়। পরে বৃহস্পতিবার সকালে অফিসে এসে ভাঙ্গা চেয়ার, ও আগুন দেয়া পোস্টার দেখতে পায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার মুশফিকুর রহমান বলেন, ট্রাক প্রতীকের অফিসে ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার সকালে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩