নওগাঁ প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের ভাগ্নে সাঈদ হাসান তরফদার (শাকিল) কে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান।
৫ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন।
সহকারি কমিশনার রিফাত আরা বলেন, নির্বাচন কমিশনের বেধে দেওয়া প্রচারণার সময় পার হওয়ার পরও সাঈদ হাসান নামে ওই ব্যাক্তি এলাকায় প্রচার চালাচ্ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী ছলিম তরফদারের সমর্থক।
তিনি আরও বলেন, ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে গিয়ে জনগণের তোপের মুখে পরেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে টাকা বিতরণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয়রাও ওই ধরণের কোনও প্রমাণ দিতে পারেননি। তিনি সেখানে প্রচার প্রচারণা চালিয়েছেন এমন প্রমাণ মিলেছে।এ জন্য তাকে নির্বাচনের আচরণবিধি লঙঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available