• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৭:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৭:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধুপুরে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

১৫ মে ২০২৪ সকাল ০৯:৪৭:৪৯

মধুপুরে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী ছরোয়ার আলম খান আবু'র কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৪ মে মঙ্গলবার বিকালে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের শ্রীরামবাড়ী এলাকায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাড়ির সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ২০টি পরিবারের নারী ও পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন।

ভুক্তভোগীরা জানান, ৮ মে বুধবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন বৃহস্পতিবার সকালে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের শ্রীরামবাড়ী ও অরনখোলা ইউনিয়নের জলছত্র গ্রামে বিজয়ী প্রার্থী মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ইয়াকুব আলীর কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়ে বাড়িঘরে ভাংচুর চালায়। হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রীরামবাড়ির বাসিন্দা ও দোয়াত-কলম প্রতীকের সমর্থক ভোক্তভোগী আল-আমিন বলেন, পরাজিত প্রার্থী আবু খানের নির্বাচন করায় বিজয়ী প্রার্থী ইয়াকুব আলীর সমর্থকরা অস্ত্র-শস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ওইদিন রাত ১২টার দিকে সাবেক ইউপি সদস্য আব্দুল আলীম ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সোলায়মান, আসলাম, নুরু ড্রাইভার, মামুন, খোকাসহ আরও বেশ কয়েকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে হামলা ও ভাংচুর করে।

জানা যায়, আবু খাঁনের সমর্থক আজিজুল হক ও হেলালের উদ্দিনের বাড়িতে রাতে হামলা করে ভাংচুর চালানো হয় এবং একই এলাকার বাবুর বাড়িতে হামলা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। ফজর আলীর প্রায় ১০-১৫ শতাংশ জমির ধান কেটে নিয়েছে, বাছেদ আলীর বাড়িতেও হামলা করে তার অটোভ্যান ছিনিয়ে নিয়ে যায়।

অনেকেই ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আছে। অনেকে বাড়ি থেকে বের হতে পারছে না জানিয়ে অতি দ্রুত এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান ভুক্তভোগীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩