• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩২:২৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩২:২৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমতলীতে ধর্ষণে ব্যর্থ হয়ে গার্মেন্টস কর্মীকে নির্যাতন

১০ জুলাই ২০২৩ বিকাল ০৩:৪০:০৭

আমতলীতে ধর্ষণে ব্যর্থ হয়ে গার্মেন্টস কর্মীকে নির্যাতন

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ধর্ষণে ব্যর্থ হয়ে এক গার্মেন্টস কর্মীকে অমানুষিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ৪ জুলাই মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া লোদা চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাচা রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

মামলা ও অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া লোদা গ্রামের  মো. বাবুল হাওলাদারের মেয়ে সাবিনা আক্তার ঢাকার একটি গার্মেন্টেসে কাজ করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন সাবিনা ও তার বান্ধবী ডিম কেনার উদ্দেশ্যে বাসা থেকে দোকানে যাওয়ার পথে স্থানীয় বখাটে সাইফুল ইসলাম বাবু (২৬) তাকে কথা আছে বলে ডেকে নেয়। এ সময় সাবিনাকে জোর করে জঙ্গলে টেনে-হেছড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু সাবিন এতে বাধা দিলে ও ডাক চিৎকার করলে তার উপর অমানুষিক নির্যাতন চালায় বাবু। এ সময় সাবিনার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় বাবু। পরে গুরতর আহত অবস্থায় সাবিনাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তার বান্ধবীও আহত হয়। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেরীন আশ্রাফ বলেন, গত মঙ্গলবারে সাবিনা আক্তারকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের ক্ষত রয়েছে।

অভিযোগ আছে, ইতোপূর্বে বেশ কয়েকবার পথে ঘাটে সাবিনাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করেছে বাবু। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাবিনাকে ধর্ষণ চেষ্টা ও তার উপর অমানুষিক নির্যাতন চালায়।

এ ঘটনায় নির্যাতিত ঐ গার্মেন্টস কর্মীর বাবা মো. বাবুল হাওলাদার বাদী হয়ে নরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাইফুল ইসলাম বাবু ও মো. হারুন হাওলাদারকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাবুল হাওলাদার এশিয়ান টিভি অনলাইনকে বলেন, আমর গরীব মানুষ। এর আগেও এলাকাবাসীর কাছে বলেছি কিন্তু সাইফুলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি কেউ। প্রশাসনের কাছে দাবি জানাই এ ঘটনায় যেন সুষ্ঠ বিচার করা হয়। আর কোন মেয়ের অবস্থা যেন এমন না হয়।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. বশির আলম বলেন,  মামলার কাগজ এখনো হাতে পাইনি। কাগজ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩