• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৬:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৬:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমতলীতে জব্দ করা নৌকা নিলামে বিক্রি

২৫ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৩০:০৮

আমতলীতে জব্দ করা নৌকা নিলামে বিক্রি

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ২ টি মাছ ধরার নৌকা জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। পায়রা নদী থেকে জব্দ করা ২টি যান্ত্রিক মাছ ধরা নৌকা বুধবার সকালে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে লঞ্চঘাট এলাকায়।

২৪ অক্টোবর মঙ্গলবার গভীর রাতে নৌকা দুটি ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ জেলে বিহীন অবস্থায় জব্দ করা হয়। আমতলী উপজেল মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অবরোধ চলাকালীন সময়ে মঙ্গলবার গভীর রাতে পায়রা নদীতে মৎস্য কর্মকর্তা হালিমা সর্দারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈঠাকাটা এবং পুরাকাটা নামক স্থান থেকে জেলে বিহীন ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ দুটি যান্ত্রিক নৌকা জব্দ করা হয়। নৌকা দুটির কোন মালিক খুজে না পাওয়ায় বুধবার সকালে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে লঞ্চঘাট এলাকায় নিলামে তোলা হয়। উম্মুক্ত নিলামের মাধ্যমে নৌকা দুটি ৯৬ হাজার  ৬০০ টাকায় বিক্রি করা হয়। নৌকা দুটি কিনে নেন দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের জুয়েল হাওলাদার ও ফেরিঘাট এলাকার সুজন মৃধা নামে দুই ব্যাক্তি।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, মঙ্গলবার রাত ১২ টার সময় পায়রা নদীতে অভিযান পরিচালনাকালে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ২টি যান্ত্রিক নৌকা জব্দ করা হয়। এসময় নৌকা দুটিতে কোন জেলেকে পাওয়া যায়নি। মালিকবিহীন নৌকা দুটি বুধবার সকালে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, পায়রা নদী থেকে জব্দ করা মালিক বিহীন নৌকা দুটি উম্মুক্ত নিলামের মাধ্যমে ৯৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করে টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩