• ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ দুপুর ১২:৫৬:৫২ (05-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ দুপুর ১২:৫৬:৫২ (05-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘূর্ণিঝড় দানায় নিহত পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

২৫ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:২৭:৩৩

ঘূর্ণিঝড় দানায় নিহত পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

বরগুনা প্রতিনিধি: উপকূলীয় জেলা বরগুনায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় দানায় নিহত আশ্রাব আলীর (৬১) পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২৫ অক্টোবর শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা ত্রাণ ও পুনর্বাসন (ভা.) কর্মকর্তা আবদুল্লাহ-আল-মামুন। নিহত আশ্রাব আলী (৬১) বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা নামক এলাকার মৃত জোনাব আলির ছেলে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে বেতাগীর মোকামিয়া নামক এলাকায় রওনা হন আশ্রাব আলী। এ সময় ঘূর্ণিঝড় দানার প্রভাবে হঠাৎ করে দমকা হাওয়া শুরু হলে একটি চাম্পল গাছ ভেঙে পড়ে তিনি চাপা পরেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রদত্ত বরাদ্দ হতে নিহত ব্যক্তির পরিবারকে মানবিক সহায়তা হিসাবে ২৫ হাজার টাকার চেক বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ভুক্তভোগী পরিবারকে প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
৫ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০৯:৪২








নাঙ্গলকোটে মাঠ ঢেকে রয়েছে সরিষা ফুলে
৫ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৩:৩৪