• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৫৩:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৫৩:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

২৩ অক্টোবর ২০২৩ দুপুর ১২:০৮:০৬

সৈয়দপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিদ্যালয়ের জমিদাতা ও স্থানীয় অভিভাবকদের না জানিয়ে গোপনে বাণিজ্য করে নিয়োগ পরীক্ষা নেয়ার সংবাদ পাওয়া গেছে। পরে এলাকাবাসীর তোপের মুখে নিয়োগ পরীক্ষার ফলাফল না দিয়ে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করেই নিয়োগ কমিটির সদস্যরা চলে যান।

জানা যায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে অবস্থিত ছমির উদ্দিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে গত ২১ অক্টোবর শনিবার নিয়োগ পরীক্ষা নেয়ার চেষ্টা করা হয়। গোপনে পছন্দমত প্রার্থীদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে বিদ্যালয়ের সভাপতি মো. জয়নাল আবেদীন ও প্রধান শিক্ষক পুলিন চন্দ্র দাস এই নিয়োগ পরীক্ষা নেয়ার চেষ্টা করেন। ঘটনা জানতে পেরে বিদ্যালয়ের জমিদাতা ও স্থানীয়রা বাধা দিলে তাদের প্রতি ক্ষিপ্ত হন সভাপতি ও প্রধান শিক্ষক। এ সময় স্থানীয়রা আন্দোলন শুরু করলে নিয়োগ পরীক্ষার ফলাফল না দিয়েই তরিঘড়ি করে সেখান থেকে চলে যান তারা।

এ বিষয়ে স্থানীয় আমজাদ হোসেন বলেন, আমরা এই বিদ্যালয়ের জমিদাতা। অথচ, স্থানীয় লোকেরা জানি না, আজকে নিয়োগ পরীক্ষা হচ্ছে। আমরা বিদ্যালয়ের সামনে বেশকিছু মোটরসাইকেল দেখতে পেয়ে সেখানে যাই এবং জানতে পারি নিয়োগ পরীক্ষা হচ্ছে। কোন পত্রিকায়, কোন সময় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাও জানেন না এলাকার লোকজন।

এলাকাবাসীর দাবি, রেজা নামে একজন ওই স্কুলে দীর্ঘ ১০ বছর ধরে নিরাপত্তাকর্মী হিসেবে শ্রম দিয়ে আসছে। তাই রেজাকে ওই পদে বিধি মোতাবেক নিয়োগ দেয়া হোক। 

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন বলেন, আমরা নিয়োগ পরীক্ষা নিচ্ছি বিধি অনুযায়ী। জোর করে কেউ যদি চাকরি চায় তা কি দেয়া সম্ভব? তাদের লোককে চাকরি না দেয়ায় অযথা চিল্লাচিল্লি করে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে। তাছাড়া নিয়োগ বাণিজ্যের যে অভিযোগ করছে তাও মিথ্যা। কেউ বলতে পারবে না নিয়োগের ব্যাপারে কারো কাছে কোনো অর্থ নেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩