• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৬:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৬:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৭

৮ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৯:৪৩

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৭

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ অনিয়মের অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং একজনের পরিবর্তে আরেকজন পরীক্ষায় অংশ নেয়ায় সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৭জনকে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

এদের মধ্যে পরীক্ষায় কানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় ৫ জন, মোবাইল ব্যবহার করার অপরার ১ জন ও বদলি হিসেবে পরীক্ষা দেয়ার অপরাধে ১জনসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।

ঘটনায় জড়িতদের আসামি করে পঞ্চগড় সদর থানায় বাদী হয়ে পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল একটি মামলা দায়ের করেছেন। পরে গ্রেফতার ৭ জনকে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতাররা হলেন, জেলার বোদা পৌরসভার নগরকুমারী এলাকার ফারুক আহমেদের স্ত্রী  রাবেয়া সুলতানা (২৯), একই উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের তাসের পাড়া এলাকার মোজাহার ইসলামের স্ত্রী মাসুমা বেগম মনিরা (২৪), উপজেলার লক্ষিপাড়া এলাকার আনন্দ রায়ের ছেলে ভাস্কর রায় (৩২), সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের খালপাড়া এলাকার শুকুর আলীর ছেলে নুরুজ্জামান (৫৫), একই উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার আতাউর রহমানের স্ত্রী উম্মে সুবাহ সাদিয়া (২৭), দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের আদর্শপাড়া এলাকার ফজলুল ইসলামের ছেলে কবির হোসেন (৩০), আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকার হবিবর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান।

পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বণ করায় মোট ৭ জনকে বহিস্কার করা হয়েছে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩