• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৪৯:৩৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৪৯:৩৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণসংবর্ধনা

১১ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:১১

ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণসংবর্ধনা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে হামলার ফরমায়েশি মামলায় জামিনে মুক্ত ৩০ জন নেতাকর্মীকে গণসংবর্ধনা দিয়েছে ঈশ্বরদী উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

১১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় ঈশ্বরদী রেলগেটস্থ খায়রুজ্জামান বাস টার্মিনালে আয়োজিত গণসংবর্ধনায় কারাবন্দি সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সভাপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে তাদের সংরক্ষিত আসনে প্রতীকী ছবি ব্যবহার করা হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঈশ্বরদী পৌর বিএনপি আহ্বায়ক এস এম ফজলুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব বিষ্টু সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান সোনামনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

এ সময় সদ্য কারামুক্ত ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল জোব্বার, সাবেক ভিপি ঈশ্বরদী সরকারি কলেজ নেফাউর রহমান রাজু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রবিউল হোসেন রবি, সাবেক সাধারণ সম্পাদক ১নং সাঁড়া ইউনিয়ন, নুরুল ইসলাম আক্কেল, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক তুহিন বিন সিদ্দিক, এনামুল কবির, সাবেক সভাপতি পৌর বিএনপি ফজলুর রহমান, পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক সেলিম আহম্মেদ, ফিরোজুল হক পায়েল, পৌর যুবদল নেতা, আনিসুর রহমান সেকম, আমিনুল ইসলাম আমিন, জামিরুল ইসলাম, পলাশ, সাবেক জাসাস সভাপতি রবিউল হোসেন রবি, সাবেক ছাত্রনেতা রুবাইয়াত হোসেন কল্লোল, আলমগির, সাবেক ছাত্র নেতা মীর শামসুদ্দোহা তুহিন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলাউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন জনি, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন, মোহাম্মদ বরকত, উপজেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি, হাফিজুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সলিমপুর ইউনিয়ন বিএনপি, আবুল কাশেম, লিটন মাল, সাবেক ছাত্র নেতা, আহম্মেদ ফয়সাল রিয়াজি রনো, ৫নং ওয়ার্ড যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, এনাম হোসেন, পৌর বিএনপি সাবেক সদস্য, সিমুয়া শামসুর রহমান, পৌর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন খোকনকে ফুলের মালা ও জাতীয় পতাকা সম্বলিত ব্যাজ পরিয়ে বরণ করা হয়।

এরপর দলীয় কারাবন্দি নেতাকর্মীদের জন্য ১ মিনিট নিরবতা পরান করেন সবাই। এর আগে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মিছিল নিয়ে নানান স্লোগান দিয়ে নেতাকর্মীরা এসে টার্মিনাল চত্বরে ভিড় জমাতে শুরু করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫