• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩১:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩১:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলের ভুঞাপু‌রে নৌকাবাইচে সংঘ‌র্ষ: আহত ১০

২০ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:০৫:২৭

টাঙ্গাইলের ভুঞাপু‌রে নৌকাবাইচে সংঘ‌র্ষ: আহত ১০

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপুরে স্থানীয় সংসদ সদস‌্য ছোট ম‌নি‌রের উদ্যো‌গে নৌকাবাইচ চলাকা‌লে দুইগ্রু‌পের সংঘ‌র্ষে ১০ জন আহত হ‌য়ে‌ছে। প‌রে আহত‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্যকমপ্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ২০ সে‌প্টেম্বর বুধবার বি‌কে‌লে উপ‌জেলার গো‌বিন্দাসী যমুনা নদী ঘাট এলাকায় নৌকাবাইচ চলাকা‌লে এই ঘটনা ঘ‌টে। পরপর ক‌য়েকদফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে।

জানা যায়, গো‌বিন্দাসীর যমুনা নদীর ঘাট এলাকায় স্থানীয় সংসদ সদস‌্য তানভীর হাসান ছোট ম‌নি‌রের উদ্যো‌গে দুইদিনব‌্যাপী নৌকাবাইচ শুরু হয়। বুধবার দ্বিতীয়‌দি‌নে নিকরাইলের যমুনার তরী এবং গাবসারার কা‌লিপু‌রের আল্লাহ ভরসার না‌মের নৌকা প্রতি‌যো‌গিতা শুরু হয়। প‌রে আগে-পেছ‌নে নৌকা ছাড়া‌কে কেন্দ্র ক‌রে দুই বাইচকারী‌দের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আল্লাহ ভরসা নৌকাটি মাঝ নদী‌তে উল্টে গেলে বাইচকারীরা সাত‌রে কিনারায় আসে। প‌রে দুই গ্রু‌পের মধ্যে তীব্র সংঘর্ষ বা‌ধে। এতে পরপর ক‌য়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘ‌টনা ঘ‌টে। সংঘ‌র্ষে ১০জন আহত হ‌য়ে‌ছেন।

এ দি‌কে নৌকাব‌াইচ শে‌ষে যমুনার তরী‌কে প্রথম বিজয়ী ঘোষণা করায় সন্ধ‌্যায় আবারও সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। প‌রে মঞ্চ থে‌কে অতিথি চ‌লে যাওয়ার পর ম‌ঞ্চে হামলা করা হয় ব‌লে জানা গে‌ছে।

নৌকা বাইচে উপ‌স্থিত ছি‌লেন, টাঙ্গাইল-২ (ভুঞাপুর-‌গোপালপুর) আস‌নের সংসদ সদস‌্য তানভীর হাসান ছোট ম‌নির, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হো‌সেন, উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি ফা‌হিমা বিন‌তে আখতা‌র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক তা‌হেরুল ইসলাম তোতা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান ম‌নিরুল ইসলাম বাবু, গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও নৌকা বাইচ আয়োজক ক‌মি‌টির সভাপ‌তি দুলাল হো‌সেন চকদার প্রমুখ।

যমুনার তরী নৌকার প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য ও নিকরাইল ইউপি সদস‌্য আব্দুল ক‌রিম ব‌লেন, আল্লাহ ভরসার নৌকার বাইচকারীরা হে‌রে যাওয়ায় তারা যমুনা তরীর নৌকার বাইচকারী‌দের উপর হামলা ক‌রে। এতে ৮ জন আহত হ‌য়ে‌ছে।

নৌকা বাইচ আয়োজক ক‌মি‌টির সভাপ‌তি ও গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান দুলাল হো‌সেন চকদার জানান, বাইচ চলাকালীন দুই নৌকার বাইচকারী‌দের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে‌ছে, সংঘর্ষ হয়‌নি।

উপ‌জেলা স্ব‌াস্থ‌্যকম‌প্লে‌ক্সে মে‌ডি‌কেল অফিসার ডা. সুমাইয়া জানান, নৌকাবাইচে মারামা‌রির ঘটনায় একজন‌কে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এছাড়া আরেকজন চি‌কিৎসা নি‌য়ে‌ছেন।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহের সা‌থে মোবাইলে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩