• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৬:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৬:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

২০ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৭

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে পটুয়াখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

লোকজ মেলার সমা‌প্তির শেষ দিন ২০ এপ্রিল শনিবার বিকেলে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

জেলা শহর ঘেষা উত্তর পার্শ্বে লাউকাঠী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান।

জেলা প্রশাসন আয়োজিত প্রায় দেড় কি. মি. দূরত্বে নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছে মাগুরার সোনার তরী, দ্বিতীয় হয়েছে একই এলাকার মায়ের দোয়া এবং তৃতীয় হয়েছে গোপালগঞ্জের শিতলা তরী।

সন্ধ্যায় লঞ্চঘাট এলাকায় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের সাংসদ জাতীয় পার্টির কো-চেয়ারম্যন এবিএম রুহুল আমিন হাওলাদার, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।

নদীর দুইপাড়ে হাজার হাজার নারী-পুরুষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা উপভোগ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩