• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:২৫:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:২৫:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ন্যায় বিচার নিশ্চিতে ম্যাজিস্ট্রেটগণ নিরন্তর কাজ করে যাচ্ছেন: আবদুর রহমান

৫ জুন ২০২৪ সকাল ০৯:২৮:০৫

ন্যায় বিচার নিশ্চিতে ম্যাজিস্ট্রেটগণ নিরন্তর কাজ করে যাচ্ছেন: আবদুর রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান বলেন, বিচারপ্রার্থী মানুষের কাঙ্ক্ষিত সময়ে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে কর্মরত ম্যাজিস্ট্রেটগণ নিরন্তর কাজ করে যাচ্ছেন।

৪ জুন মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে তদন্তাধীন ফৌজদারি মামলার নথি ব্যবস্থাপনা, আদালতে মামলা পরিচালনার সক্ষমতা বৃদ্ধি বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সিএসআই ও জি আর ও দের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আবদুর রহমান বলেন, একটি গতিশীল জনবান্ধব ও আলোকিত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি প্রতিষ্ঠার যে অগ্রযাত্রা তা অব্যাহত থাকবে। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক বিচারিক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার বিষয়ে গুরুত্বারূপ করেন তিনি।

একটি ফৌজদারি মামলা দায়ের থেকে নিষ্পত্তি পর্যন্ত যে ভ্রমণ তা যেন নির্বিঘ্ন ও জনবান্ধব হয় সে তাগিদেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আশা করি বিচারপ্রার্থী জনগণ অচিরেই এর সুফল ভোগ করতে পারবে।

প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সিএসআই ও জি আর ও দের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব ও করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. আব্দুল্লাহ আল মাসুদ ও নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আব্দুর রশিদ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথী, মো. ইমরান মোল্লা, মো. শামসুর রহমান, মো. নূর মহসিন, মো. হায়দার আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শাকিলুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩