• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২২:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২২:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছরে পদার্পণ

২ মে ২০২৪ সকাল ১০:৩৮:১৪

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছরে পদার্পণ

পাবনা প্রতিনিধি: পাবনা জেলার ঐতিহ্যবাহী সংগঠন পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পদার্পণ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে। প্রেসক্লাব সদস্যসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেয়।  

১ মে বুধবার দুপুরে ক্লাবের ভিআইপি হলরুমে সংক্ষিপ্ত আলোচনাপর্ব ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন।

এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সাবেক সম্পাদক মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা, একুশে টিভির সাংবাদিক রাজিউর রহমান রুমি, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, দি ডেইলি মর্নিং টাচ প্রকাশক ও সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী প্রমুখ।

এছাড়া, ফটো সাংবাদিক এস এম আলম, সাংবাদিক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, ৭১ টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, সাংবাদিক মনিরুজ্জামান শিপন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, গাজী টিভির জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার, ডিবিসি নিউজের পার্থ হাসান, বৈশাখী টিভির মিজান তানজিল প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

শুরুতেই সংগঠনের প্রয়াত সকল সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপস্থিত সকলকে মিষ্টি মুখ ও কেক কাটার মধ্যদিয়ে দিনটিকে উদযাপন করা হয়। ইতিহাস ঐতিহ্য ও গৌরব গাঁথা পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময়ের চলমান বিষয় নিয়ে কথা বলেন উপস্থিত সদস্যরা।

একই সাথে আগামী ২৫ মে দৃষ্টিনন্দন ও উৎসবমুখর অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করা হবে দেশের অন্যতম পাবনা জেলার সাংবাদিকদের প্রাণের সংগঠন পাবনা প্রেসক্লাবের ৬৪ বছরের পর্দাপন অনুষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষ্যে ক্লাব ভবনে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। চলছে প্রবীন ও নবীণ সদস্যদের সঙ্গে কথোপকথন ও মতবিনিময়। দেশের স্বনামধন্য ব্যক্তিদের উপস্থিতিতে হবে আগামী দিনের উৎসবমুখর অনুষ্ঠানগুলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩