নিজস্ব প্রতিবেদক: আজকে থেকে ১ বছর আগে ২৫ জুন ২০২২ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে টোল দিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু পার হন এবং এর মাধ্যমে দেশের দক্ষিনাঞ্চলের ২১ টি জেলার সাথে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগের সূচনা হয়। ২৬ জুন সর্বসাধারনের জন্য খুলে দেয়া হয় পদ্মা সেতু। আজ ২৫ জুন রোববার পূর্ণ হলো পদ্মা সেতুর এক বছর ।
চ্যালেঞ্জিং নির্মাণ
পদ্মা সেতুর নির্মাণ কাজ ছিল দেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর মধ্যে একটি। দুইস্তরের ইস্পাত-কংক্রিটে নির্মিত এ সেতুর ওপরভাগে ৪ লেনের সড়ক পথ এবং নিচের ভাগে রেলপথ। সেতুটি মোট ৪১ টি স্প্যান দিয়ে তৈরি, যার প্রতিটি স্প্যান লম্বায় ১৫০ দশমিক ১২ মিটার এবং চওড়ায় ২২ দশমিক ৫ মিটার । সেতুর মোট দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। বাংলাদেশের দীর্ঘতম এ সেতুটি ১২০ মিটার গভীরে যাওয়া বিশ্বের গভীরতম পাইলের সেতু।
ঋণ পরিশোধ শুরু
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেয়া ঋণের ৩য় ও ৪র্থ কিস্তির মোট ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। ১৯ জুন সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের কাছে এ টাকা তুলে দেন সেতু সচিব মো. মনজুর হোসেন। এর আগে, ৫ এপ্রিল ১ম ও ২য় কিস্তির মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা পরিশোধ করা হয়। ফলে প্রথম বছরে সর্বমোট ৬৩২ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ১৪৩ টাকা পরিশোধ করা হলো। সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।
সেতুর নিরাপত্তা ব্যবস্থা
পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকেই এটি কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে। সেতুর নিরাপত্তায় কাজ করছে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এ ছাড়া অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো সেতু এলাকায় সেনাবাহিনীর সমন্বয়ে কাজ করছে। এদিকে সেতুর ওপরে ও নিচে, নদী এবং এর আশপাশের সড়ক, সড়কের বাইরেও বসানো হয়েছে সিসিটিভি।
যাতায়াত ব্যবস্থা সহজ
পদ্মা সেতু চালু হওয়াতে এখন সময়মতো সকল পণ্য দেশের দক্ষিনাঞ্চল থেকে ঢাকাতে নিয়ে আসা যাচ্ছে। এতে করে লোকসান কমেছে পরিবহণ খাতের। ২১ জেলার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সহজ হয়েছে কৃষিজাত পণ্য বাজারজাত করা, কমেছে পরিবহন খরচ। জানা গেছে, গত ১ বছরে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে প্রায় ৮০০ কোটি টাকারও বেশি।
সেতুর নির্মাণ খরচ
পদ্মা সেতুর নির্মাণে মোট খরচ হয়েছে ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। এর মধ্যে রয়েছে- সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক নির্মান, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন-ভাতা ইত্যাদি। বহুমুখী এ সেতুর জন্য চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনকে যুক্ত করা হয়। চীনের সিনোহাইড্রো করপোরেশন করেছে নদী শাসনের কাজ। সেতুর দুপাশের সংযোগ সড়ক ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোনেম গ্রুপ লি:।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available