• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫২:২৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫২:২৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কোম্পানীগঞ্জে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার অভিযোগ

১৪ জুন ২০২৪ সকাল ১১:১৮:৫৭

কোম্পানীগঞ্জে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চর কলমি গ্রামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করে ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে৷১৩ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে৷ নিহত ওই নারীর নাম ফারজানা আক্তার (২২), তিনি জেলার সুবর্ণচর উপজেলার চরবৈশাখী গ্রামের বসির উল্যাহর মেয়ে৷

নিহতের বাবা বসির উল্যাহ জানিয়েছেন, ৫/৬ বছর আগে চর এলাহী ইউনিয়নের চর কলমি গ্রামের সিরাজুল ইসলামের বড় ছেলে জহিরুল ইসলামের সাথে বিয়ে দেন মেয়েচে৷ জহির স্টিল আলমারির ব্যবসা করে৷ব্যবসার সূত্র ধরে একাধিক মহিলার সাথে জহিরের পরকীয়া সম্পর্কের ঘটনা ঘটে৷

বসির উল্যাহ জানিয়েছেন, তার মেয়ে ফারজানা বলেছেন, জহিরের মোবাইলে একটি মেয়ের সাথে যৌথ ছবি দেখতে পান৷এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া-মারামারি শুরু হয়৷পরে বসির উল্যাহ ও তার ছেলে খবির উদ্দিন এসে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেন৷

নিহত ফারাজনার বড় ভাই খবির উদ্দিন জানিয়েছেন, জহিরের একাধিক পরকীয়ার ঘটনা তারা সমাধান করেছেন৷গতকালও তারা বিষয়টি সামাধানের চেষ্টা করেছেন৷ কিন্তু তার বোন তাদেরকে জানানোর কারণে জহির বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে৷ এমনকি তার বোনের মৃত্যুর খবরও তাদের দেয়া হয়নি৷পাশের বাড়ির জয়নাল মিয়া মৃত্যুর দুই ঘণ্টা পর খবর দিলে তারা এসে ফারজানাকে খাটে শোয়া অবস্থায় পেয়েছেন৷

অভিযুক্ত জহিরের বাবা সিরাজুল ইসলাম তার ছেলে ও পুত্রবধূর মধ্যে দীর্ঘ দিন ধরে ঝগড়ার কথা স্বীকার করে জানিয়েছেন, তার প্রথম স্ত্রীর মৃত্যুর কারণে তার ছেলেরা তার থেকে পৃথকভাবে ঘর করছে৷ গতকালের ঝগড়াঝাটির কথার জেরে ফারজানাকে চড় থাপ্পড় দেয়ার কথাও স্বীকার করেছেন৷ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় জহির তার ঘরে চিৎকার দিতে থাকে এবং এ সময় তার পুত্রবধূকে ঘরে সিলিংয়ের সাথে ঝুলেয়ে থাকতে দেখেন৷ পরে তারা ঝুলানো থেকে নামানোর পর লোকজনকে খবর দিলে জহির দ্রুত পালিয়ে যায়৷

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান মুঠোফোনে জানিয়েছেন, এসআই (নিরস্ত্র) মুজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসেন৷ ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি৷

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩