নীলফামারী প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী ভারত থেকে আসার পরে বিএনপি নানা ধরনের প্রশ্ন রাখছে। প্রথমে বলল, ভারত থেকে আমরা চুক্তি করে এসেছি। অথচ, ভারতের সাথে এই যাত্রায় কোনো চুক্তি হয়নি, দশটি সমঝোতা স্মারক হয়েছে। তার মধ্যে চারটি নতুন, ছয়টি পুরোনো। বিএনপির বড় বড় নেতারাও সমঝোতা স্মারককে চুক্তি বলে উল্লেখ করছে। এ সময় মন্ত্রী প্রশ্ন করে বলেন, শিক্ষিত মানুষগুলো অশিক্ষিতের পরিচয় দিচ্ছে।
৫ জুলাই শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুরের ড্রিম প্লাস রিসোর্টে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, বিএনপির কথাবার্তায় মনে হয়, খালেদা জিয়া যখন অসুস্থ হয়, তখন নেতারা খুশি হয়। তারা বলে বিদেশে নেয়া ছাড়া বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। কিন্তু প্রতিবারেই দেখা যায় তিনি দেশে সুস্থ হয়ে ঘরে ফিরে যায়। তারা বেগম খালেদা জিয়ার জন্য কতটুকু মায়া কান্না করেন সেটি হচ্ছে বড় প্রশ্ন?
মন্ত্রী বলেন, এখন বিএনপির নেতাদের তারেক ভূতে পেয়ে বসেছে। নেতারা পদ নিয়ে শঙ্কার মধ্যে আছেন। এমনকি কিছুদিন আগেও বিএনপি মহাসচিব খুঁজছেন শিরোনামে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। এতে কেঁদেও দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মো. শাহজাহান খান এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ, এন আশিকুর রহমান, রংপুর বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের সদস্য এ্যাড, হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড. সফুরা বেগম রুমি, নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর,
এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available