বগুড়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলনে রাজনীতি ঢুকে গেছে। বিএনপি তাদের নিজস্ব শক্তিতে আন্দোলন করার ক্ষমতা নেই। তাই বিএনপি কোমলমতি শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে রাজপথে কোটা বিরোধী আন্দোলনে নামিয়েছে।
১৩ জুলাই শনিবার সন্ধ্যায় বগুড়ার শহিদ টিটু মিলনায়তনে বগুড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন এবং জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেন, কোটা বাতিল ও রাখা এখন সুপ্রিম কোর্টের বিষয়। বিচারাধীন বিষয় নিয়ে কোনো কথা বলা ঠিক না। তাই সরকার কোটা রাখা না রাখা নিয়ে কিছু বলবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ সংসদ সদস্য এস এম কামাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা কামাল নান্নু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম ঝুনুসহ অনেকেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available