• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৪:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৪:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

দেড় হাজার কোটি ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়

২৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:২১:২৭

দেড় হাজার কোটি ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়

নিজস্ব প্রতিনিধি: পদ্মা সেতুর টোল আদায়ের মাইলফলক এক হাজার ৫০০ কোটি টাকা অতিক্রম করেছে । যান চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় করে সেতু কর্তৃপক্ষ।

২৭ এপ্রিল শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেতুতে এ টোল আদায় হয়। পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পরিচালক সংবাদ মাধ্যমকে বলেন, ‘পদ্মা সেতু থেকে টোল আদায়ের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে মোট এক হাজার ৫০২ কোটি  ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা আদায় হয়।

এ সময়ে সেতু দিয়ে মোট ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি যান চলাচল করেছে। এর মধ্যে মাওয়া দিয়ে ৫৬ লাখ ১ হাজার ২৩২ এবং জাজিরা প্রান্ত দিয়ে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।

আমিরুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে চলতি মাসের ৯ এপ্রিল । ওই দিন দুই প্রান্ত দিয়ে ৪৫ হাজার ২০৪টি গাড়ি পারাপার হয়েছে।’

গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের এক-তৃতীয়াংশ জেলা রাজধানী ঢাকা এবং বাকি অংশের সঙ্গে সড়কপথে যুক্ত হয়। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল।

উদ্বোধনের পরের দিন ২৬ জুলাই সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হয়। পদ্মা সেতুতে প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যান চলাচল করে। সেসব যানবাহন থেকে ওই দিন টোল আদায় করা হয়েছিল ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩