লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘদিন যাবত পরিত্যক্ত লক্ষ্মীপুরের রায়পুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র রায়পুর পৌর শহরের ডাকাতিয়া নদী ও খালের ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান শুরু হয়েছে।
রায়পুর পৌরসভার উদ্যোগে শতাধিক পরিচ্ছন্ন কর্মী এ অভিযানে অংশ নিয়েছেন। পরিচ্ছন্নতা অভিযানে ডাকাতিয়া নদী ও খালটি উদ্ধার হলে পানির প্রবাহ বাড়বে, মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমবে এবং এ এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ হবে।
১১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় রায়পুর পোস্ট অফিস সড়কের ওয়াপদা কলোনী থেকে রায়পুর বাঁধের উপর পর্যন্ত ডাকাতিয়া নদীর ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন খাঁন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার, রায়পুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল হায়দার বাবুল পাঠান ও রায়পুর পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ।
রায়পুর পৌর মেয়রের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অভিযানে প্রায় এক কিলোমিটার বর্জ্য পরিষ্কার করেন রায়পুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available