• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫২:৪৯ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫২:৪৯ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে সৌন্দর্য হারাচ্ছে নওগাঁ তালতলি দীঘলির বিল

১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৩৩:১০

মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে সৌন্দর্য হারাচ্ছে নওগাঁ তালতলি দীঘলির বিল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার তালতলিতে অবস্থিত দীঘলির বিল ভ্রমণপ্রেমীদের অত্যন্ত প্রিয় জায়গা। বর্ষাকালে এখানে এসে অন্যরকম প্রশান্তি অনুভব করেন ভ্রমণেপ্রেমীরা। বিশেষ করে দুই ঈদের ছুটিতে এখানে দর্শনার্থীর ভিড় থাকে চোখে পড়ার মতো।

নওগাঁ সদর উপজেলার পৌরসভা ঘিরে দুবলহাটি শিকারপুর শৈলগাছী এলাকাজুড়ে বিস্তৃত এই দীঘলির বিল। এর মাঝ দিয়ে বয়ে গেছে পাকা রাস্তা। এটি সদর উপজেলার তালতলি ও দুবলহাটি ইউনিয়নকে যুক্ত করেছে। বছরের অধিকাংশ সময় বিলে পানি থাকে। বর্ষা মৌসুমে জলে টইটম্বুর থাকে বিল। নির্মল হাওয়ায় পানির ছলাৎ ছলাৎ ঢেউ এসে পাকা রাস্তায় আছড়ে পড়ে।

সূর্যাস্তের সময় পশ্চিমাকাশের লাল আভা পানিতে পড়ার দৃশ্য মনোমুগ্ধকর। সন্ধ্যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা সোলার ল্যাম্পপোস্টগুলো জ্বলে ওঠে। অন্ধকারে সেগুলো দেখলে মনে হবে যেন জোনাকিরা খেলছে। বিলে শ্যালোমেশিন চালিত নৌকায় চড়ে পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগ করেন অনেকে।

তবে ইদানিং নানা কারণে নষ্ট হচ্ছে বিলের পরিবেশ। বিলের মাঝ দিয়ে যাওয়া রাস্টাটিও খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ছে। অদক্ষ ট্রাক চালকরা এলোমেলোভাবে গাড়ি চালিয়ে নষ্ট করছে রাস্তাটি। কেউ কেউ বিল থেকে অধিক পরিমাণে মাটি নিয়ে যাচ্ছে। তাই বিলের মাঝ দিয়ে বয়ে যাওয়া রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে এবং এসব মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে সৌন্দর্য হারিয়ে দীঘলি বিল বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস, এম, রবিন শীষ বলেন, বিল ও পরিবেশ প্রকৃতি রক্ষা করতে উপজেলা প্রশাসন আন্তরিক। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০