রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মহানগরীতে বিস্ফোরক মামলার ১৪ আসামীকে গ্রেফতার করেছে। আটকরা সবাই গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার আসামী।
১১ নভেম্বর সেমবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার আসামীরা হলেন মো. আল আমিন জয় (২৬), মো. আনারুল হক (৪৫), মো. আতিকুর রহমান (২৬), মো. মজিবর রহমান (৬০), মো. রবিউল ইসলাম রবিন (২৯), মো. আলমগীর হোসেন (৩৫), মো. রাকিব হোসেন (৩০), মো. সজিব (২২), মো. সাব্বির হোসেন আলিফ (২৩), মো. এনামুল (৩৯), মো. তানজিদ ইসলাম সোহান (২৩), মো. শহীদুল ইসলাম পচা (৫০), বিপুল কুমার সরকার (৪৬) এবং মো. তাসনিমুল নাঈম (২৭)।
আল আমিন রাজশাহী জেলার বাঘা থানার রুস্তমপুরের মো. মোস্তাক আহম্মেদের ছেলে, তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া। আনারুল হক কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত জুব্বার আলীর ছেলে, আতিকুর রহমান একই থানার মাসকাটাদিঘী গ্রামের মো. আকতার হোসেনের ছেলে, মজিবর রহমান বেলপুকুর থানার মাহেন্দ্রা কোনপাড়ার মৃত মোজাহার প্রামানিকের ছেলে, রবিউল শাহমখদুম থানার ভারালীপাড়ার মো. ইসমাইল হোসেনের ছেলে, আলমগীর পবা থানার মদনহাটি গ্রামের মো. আজহার আলীর ছেলে।
অপরদিকে রাকিব কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া পুরানপাড়ার মো. আব্দুল গফুর আলীর ছেলে, সজিব বোয়ালিয়া থানার কেদুর মোড়ের এনামুলের ছেলে, সাব্বির একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে, এনামুল কেদুর মোড় নদীর ধারের আফজালের ছেলে, তানজিদ সাহাজীপাড়ার মৃত সোহেল রানার ছেলে, মো. শহীদুল ইসলাম শাহমখদুম থানার পবা পাড়ার মৃত নসুমুদ্দিনের ছেলে, বিপুল বোয়ালিয়া থানার রানীনগর হিন্দু পাড়ার মৃত বিমল কুমার সরকারের ছেলে, তাসনিমুল কর্ণহার থানার সায়েরপুকুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available