• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৮:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৮:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেছারাবাদে অফিসে আসেননা পল্লি বিদ্যুতের ডিজিএম ওয়াহিদুজ্জামান

১৭ আগস্ট ২০২৪ সকাল ০৯:৩৪:১৭

নেছারাবাদে অফিসে আসেননা পল্লি বিদ্যুতের ডিজিএম ওয়াহিদুজ্জামান

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: জনরোষের ভয়ে ৫ আগস্ট থেকে অফিসে আসে না নেছারাবাদ পল্লি বিদ্যুৎ অফিসের কৌরিখাড়া জোনাল অফিসের ডিজিএম ওয়াহিদুজ্জামান। সাধারণ গ্রাহকদের সাথে দুর্ব্যবহার, দলবাজি, দুর্নীতি জনিত কারণে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।

তবে, জোনাল অফিসের এজিএম চন্দ্র শেখর গাইন বলেছেন, হয়ত অসুস্থতার কারণে তিনি অফিসে আসেন না। তবে কবে নাগাদ তিনি অফিসে আসতে পারবেন তাও তিনি বলতে পারছেন না।

নেছারাবাদ পল্লি বিদ্যুৎ অফিসের সন্ধ্যা নদীর পূর্ব পাড়ের ইঞ্জিনিয়ার মো. হুমাউন কবির বলেন, আমাদের ডিজিএম সাহেব অফিসের সবার সাথে তুই তোকারি ব্যবহারসহ কারণে অকারণে সর্বদা চড়ে বসতেন। কথায় কথায় চাকরি খাওয়ার হুমকি দিতেন। তিনি কেবল আমাদের সাথেই নয়, পাবলিকের সাথে দুর্ব্যবহার করতেন।

৫ আগস্ট সরকার পতনের পর তার মৌখিক ব্যবহারে লাঞ্ছিত হওয়া কিছু লোক অফিসে এসেছিলেন। তার পর থেকে তিনি আর অফিসে আসেন না। তিনি মূলত সাবেক সংসদ সদস্য মো. শাহ আলমের নাম ব্যবহার সর্বদা শক্তি দেখাতেন। যে কারণে সবাই অসহায় ছিলেন।

নেছারাবাদ পল্লি বিদ্যুতের কৌড়িখাড়া জোনাল অফিসের এজিএম মো. রাসেল জানান, অফিসের ডিজিএম ওয়াহিদুজ্জামান খুবই রাগন্মিত লোক। তিনি মূলত অফিসের তার অধস্তন কারো সাথে ভাল ব্যবহার করতেন না। পাবলিকের সাথেও তার রিলেশন ভাল নয়।

অফিস সূত্রে জানা গেছে, আনুমানিক তিন বছর পূর্বে নেছারাবাদ কৌরিখাড়া জোনাল অফিসে ডিজিএম হিসেবে যোগদান করেন ওয়াহিদুজ্জামান। কর্মস্থলে যোগদানের পর থেকে নানা অনিয়ম, ক্ষমতাসীনদের সাথে সখ্যতা, অফিস স্টাফদের সাথে দুর্ব্যবহার করে খেয়াল খুশি মত অফিস করতেন তিনি। যে কারণে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে আত্মগোপনে গেছেন তিনি। এমনকি তার ব্যক্তিগত ফোন নম্বরটি বন্ধ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, গ্রাহকদের অভিযোগ ভৌতিক বিদ্যুৎ বিল, মিটার সংযোগের জন্য সরকারি টাকা জমা দিয়েও মিটার বিড়ম্বনাসহ যা ইচ্ছে তা ব্যবহার করতেন ডিজিএম ওয়াহিদুজ্জামান। এ নিয়ে অফিসে গেলে ডিজিএম ওহিদুজ্জামানকে কিছু বলতে গেলেই লাঞ্ছিত হয়ে ফিরে আসতেন ভুক্তভোগী গ্রাহকরা।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জামান জানান, তিনি যে অফিসে আসেন না তা আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩