• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৬:৫৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৬:৫৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার

৮ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৩৪:৫৯

বগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)। ৭ সেপ্টেম্বর শনিবার সকালে শহরের মালতিনগর পাইকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে এই চিল সামাজিক বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

ভুবন চিল উদ্ধারের বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেন তীরের সভাপতি হোসেন রহমান। তিনি বলেন, উদ্ধারের পর দেখতে পাই ভুবন চিলের একটি ডানা ভাঙা। এটিকে বন বিভাগের পরামর্শে প্রাথমিক চিকিৎসা দেই। ভুবন চিল আমাদের দেশীয় পাখি এটি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। মূলত আবাস ও খাদ্য সংকটের কারণে এই পাখি হারিয়ে যেতে বসেছে।

পরিবেশবাদী সংগঠন তীর জানায়, ভুবন চিল মাঝারি আকারের শিকারি পাখি। মূলত এরা নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাসিন্দা। এই পাখির বিস্তৃতি এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়া মহাদেশে এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে কমবেশি নজরে পড়ে। জলাশয় কিংবা নদ-নদীর কিনারে ভুবন চিলের দেখা মেলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩