শরীয়তপুর প্রতিনিধি: মাদকমুক্ত সুস্থ স্মার্ট বাংলাদেশ গড়তে পড়াশোনা ও খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
৩১ ডিসেম্বর রোববার রাত ১০টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে করন হোগলা যুবসমাজের উদ্যোগে জেলা-ভিত্তিক শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩-এর ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
একেএম এনামুল হক শামীম বলেন, সমাজে মাদকের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদককে ঠাঁই দেওয়া যাবে না। খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখে। তাই খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে পড়াশোনা ও খেলাধুলার বিকল্প নেই।
তিনি বলেন, আজকের তরুণরা আগামী বাংলাদেশের কাণ্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায়, খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ।
উপমন্ত্রী আরও বলেন, দেশকে এগিয়ে নিতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার সরকার যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, এর ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
করন হোগলা যুবসমাজের আয়োজনে প্রায় এক মাসব্যাপী এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার ক্লাব ও ক্রীড়া সংগঠন অংশগ্রহণ করেন কদমতলা স্পোর্টিং ক্লাব এবং রয়েল স্পোর্টিং ক্লাব নামে দুটি দল অংশ নেয় ফাইনাল ম্যাচে। এতে রয়েল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে কদমতলা স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়।
রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব সিকদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদারসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available