• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩১:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩১:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়া থানার গ্রিল ভেঙে পালিয়েছে আসামি

২ জুলাই ২০২৪ বিকাল ০৪:০৪:০০

আখাউড়া থানার গ্রিল ভেঙে পালিয়েছে আসামি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার নিচতলা থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। ১ জুলাই সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম আরজু মিয়া (২৪)। সে পাশ্ববর্তী কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নূরুল হকের ছেলে।

সোমবার সকালে উপজেলার ধরখার ফাঁড়ি থানার পুলিশ তাকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। এই ঘটনায় আসামিকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

ধরখার ফাঁড়ি থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ফাঁড়ি থানার এসআই মো. মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকার ওসমান মিয়ার বাড়ির সামনে থেকে আরজু মিয়াকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। বেলা সাড়ে এগারোটায় নিয়মিত মাদক মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করে।

এরপর বেলা দুইটার দিকে আসামি আরজু মিয়া পালিয়ে যায়। আসামিকে খুঁজে না পেয়ে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর থেকে পুলিশ আরজু মিয়াকে ধরতে অভিযানে নেমেছে। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো আসামি ধরতে পারেনি পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, আসামি আরজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে রাখা হয়েছিল। সে ওই কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছে। তাকে আটকে অভিযান অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩