• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২০:৩৫ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২০:৩৫ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চান্দেরচর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৬ জুলাই ২০২৪ দুপুর ০১:৪৯:৫৩

চান্দেরচর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার ৪নং চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের বিরুদ্ধে উঠে এসেছে নানা অনিয়মের অভিযোগ। ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে তৈরি হয়েছে যোগাযোগের দূরত্বও।

অনাস্থাকারীদের অভিযোগ, মোজাম্মেল হক চান্দেরচর ইউনিয়ন পরিষদে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন দীর্ঘদিন ধরে। তিনি বেশি সময় ঢাকায় অবস্থান করেন, মাঝে মধ্যে এলাকায় এসে মিটিং না করে ইউপি সদস্যদের কাছ থেকে রেজুলেশনে সই নিতেন।

সদস্যদের স্বাক্ষর জাল করে প্রকল্প দাখিল করে টিআর, কাবিখা, কাবিটা, এলজিএসপি ও কর্মসৃজন প্রকল্পসহ বেশিরভাগ প্রকল্পের কাজ না করেই অথবা সামান্য কাজ করে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের অফিস না করে ঢাকায় বেশির ভাগ সময় অবস্থান করায়, ইউনিয়নের সাধারণ জনগণের সেবা নিতে অপেক্ষার প্রহর গুণতে হয়। তাদের বিভিন্ন সমস্যা নিরসনে পাওয়া যায় না তাকে, এছাড়া গুরুত্বপূর্ণ সনদ (নাগরিক সনদ, চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্রসহ ইত্যাদি ) সনদসমূহে স্বাক্ষরের জন্য গুণতে হয় অপেক্ষার প্রহর।

এমনটাই অভিযোগ করেন চান্দেরচর ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবাগ্রহীতা। তাদের দাবি তাকে বহিষ্কার করে পুনরায় এই ইউনিয়নে নির্বাচন দিয়ে সঠিক চেয়ারম্যান নিযুক্ত করা হোক সাধারণ জনগণের স্বার্থে।

এছাড়াও কয়েকমাস আগে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের বিরুদ্ধে লিখিতভাবে ইউএনও বরাবর ৪নং চান্দেরচর ইউনিয়ন পরিষদের ৯ জন সাধারণ ইউপি সদস্য ও ২ জন ইউপি মহিলা সদস্যগণের স্বাক্ষরিত একটি অনাস্থা বিষয়ক দরখাস্ত জমা দেওয়া হয়।

যা পরবর্তীতে ইউএনও মেম্বারদের সমন্বয়ে তাকে সাধারণভাবে ক্ষমা করেন। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের অনিয়ম ও দুর্নীতির প্রকোপ বেড়ে যাওয়ায় ২৪ জুন ২০২৪ তারিখে জেলা প্রশাসক ও ইউএনও বরাবর ইউপি সদস্যগণ পুনরায় অনাস্থা দরখাস্ত দাখিল করেন। পরবর্তীতে আবারও ৮ জুলাই ইউএনও এবং ৯ জুলাই জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্যগণ অনাস্থা দরখাস্ত করেন।

অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, ভিজিডির উপকারভোগীদের টাকা নিজ অ্যাকাউন্টে জমা রাখা, মেম্বারদের স্বাক্ষর জাল করে প্রকল্প কমিটি দিয়ে টাকা আত্মসাতের চেষ্টা করায় ১১ জন সদস্য অনাস্থা প্রস্তাব দিয়ে দরখাস্ত করেছি।

এছাড়া, ইউনিয়ন ট্যাক্সের টাকা নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে এই ইউপি চেয়ারম্যানের ওপর। ইউনিয়ন ট্যাক্স বাবদ ৩০০ টাকা নেয়া হলে তিনি সরকারি খাতায় উল্লেখ করেন ১০০-১১৫ টাকা। যার বাকি অংশ তিনি নিজে আত্মসাৎ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান মোজাম্মেল হকের মোবাইলে বার বার কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেন নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০