• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৪:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৪:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত

১৭ অক্টোবর ২০২৪ সকাল ০৮:২৬:০৪

জয়পুরহাটে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ নেতাকর্মী। ১৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচবিবি থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডিপনের ওপর হামলা ও মারপিটের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও জেলা ছাত্রদল নেতা শামীম হোসেনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়াতে হোসন, পাঁচবিবি থানার ওসি মো. কাওছার হোসেন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএনপির দু'পক্ষের নেতাকর্মীদের ছত্রভঙ্গে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, সোমবার ১৪ অক্টোবর রাতে পাঁচবিবির তিন মাথা এলাকায় অবস্থান করছিলেন সাবেক থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিপন। ডিপন ছিলেন ছাত্রদল নেতা শামীমের অনুসারী। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে সেদিন রাতে বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে ডিপনকে মারপিট করলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়, এরপর বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। ডিপনকে মারার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি'র অফিস ও ৭টি মোটরসাইকেল ভাঙচুরসহ কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে।

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট অভিযোগ করে বলেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমার চাতাল মিলে আলোচনা শেষে যে যার মতো চলে যাই। তখন শামীমের নেতৃত্বে প্রথমে আমার ভাইকে মারপিট করে টাকা ছিনতাই করে নেয় এবং পরে আমার ভাতিজাকে অস্ত্র ঠেকিয়ে মারপিট করে চলে যায়। এসময় আমার ভাতিজা গুরতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এদিকে হামলার সময় অন্তত ৭টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই।

পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সাবেক ছাত্রনেতা ডিপনকে মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, সেদিন রাতে আমি দলীয় কাজ শেষে বারোয়ারী চত্বরে যাই। সেখানে শামীম ও গফুর আমাকে উদ্দেশ্য করে অবাঞ্ছিত ভাষায় কথা বলে। আমি তাদের কথা কর্ণপাত না করে বাসায় চলে আসি। এসময় আমার নেতাকর্মীরা অসন্তোষ ছিলেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবগত করি। ডিপন নামের ওই ছেলেকে কে বা কাহারা মেরেছে সেটা আমার জানা নেই।

সাবেক ছাত্রদল নেতা শামীম হোসেন বলেন, সোমবার রাতে সাবেক থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডিপনকে বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে মারপিটের ঘটনায় আমরা মঙ্গলবার বিকেলে প্রতিবাদ মিছিল করছিলাম। তখন প্রতিপক্ষের লোকজন আমাদের উদ্দেশ্য ইট পাটকেল নিক্ষেপ করে। তখন আত্মরক্ষার্থে আমরাও হামলা করি। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে।

পাঁচবিবি থানার ওসি কাওছার হোসেন বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দু'পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থ গিয়ে ছত্র ভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এঘটনায় রকি নামে একজন বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলাটি তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে বুধবার বিকেলে পাচবিবি বারোয়ারী মন্দির চত্ত্বরে বিএনপির ২টি গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কায় ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ সিডিউল-৩ (৪) (৯) এর ক্ষমতা বলে ১নং রেল গেট হতে পাঁচবিবি তিনমাথা এলাকাসহ পৌর এলাকায় দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত একই আইনের ১৪৪ ধারা জারি করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩