• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৭:২২ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৭:২২ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যা

৪ জুলাই ২০২৪ বিকাল ০৫:৫৩:৪১

দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রিতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে আরিফুল ইসলাম ওরফে বুশ (৩০) নামের এক চোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

৪ জুলাই বৃহস্পতিবার উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিফুল ওই এলাকার গোলাম মস্তফার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গেল মঙ্গলবার রাতে মহিসকুন্ডি পূর্ব পাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে বুশকে আটকিয়ে বুধবার দিবাগত রাতে মারধর করে গোলাম ড্রাইভারের পরিবারের সদস্যসহ এলাকাবাসী। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এই বুশ একজন পেশাদার চোর ও নেশা অগ্রস্থ দাবি তাদের।

এবিষয়ে প্রাগপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, নিহত ওই যুবক একজন পেশাদার চোর ও মাদকাসক্ত। এলাকায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করেছে গ্রামবাসী। সে চুরির কথা শিকারও করেছে তাদের কাছে। পরে শুনতে পেলাম আজ সকালে মারা গেছে।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, চুরির অপরাধে আরিফুল ইসলাম নামের এক চোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ও চুরি হওয়া ওই পরিবারের সদস্যরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০