গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আগামী ১২ ফেব্রুয়ারি পঞ্চমবারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্কের আয়োজন থাকবে।
ইতোমধ্যে, পিঠা উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। পিঠা উৎসবে মোট ২৭টি স্টল থাকবে। বাহারি সাজে সজ্জিত হচ্ছে স্টল সাজানোর কাজ। স্টলের ব্যতিক্রমধর্মী নাম ও নানা ঐতিহ্যবাহী পিঠা-পুলির পসরা নিয়ে আসছে শিক্ষার্থীরা। পোস্টার, প্ল্যাকার্ড আর ফেস্টুনে সাজানো হচ্ছে ক্যাম্পাস প্রাঙ্গণ।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরি ছিলেন সংস্কৃতিমনা একজন ব্যক্তিত্ব। তাঁরই আদর্শ অনুসরণে আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উৎসব পালন করে থাকি, তন্মধ্যে পিঠা উৎসব অন্যতম। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চেতনার বিকাশ ঘটবে।
এ ছাড়াও তিনি বলেন, পিঠা উৎসব উপলক্ষে একটি অনুষদ ও চারটি বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তিতে থাকছে বিশেষ আকর্ষণ।
প্রসঙ্গত, ২০১৬ সালে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) উদ্যোগে প্রথমবারের মতো পিঠা উৎসব হয়। এরপর ২০১৭ ও ২০২০ সালে এ উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। সর্বশেষ, গত বছর গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available