• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২০:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২০:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নলডাঙ্গায় পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

১৬ মার্চ ২০২৪ দুপুর ০২:৩৫:০৯

নলডাঙ্গায় পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পুকুর খনন করে ফসলি জমি নষ্ট ও জলবদ্ধতা সৃষ্টি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা।

১৬ মার্চ শনিবার বেলা ১০টার দিকে উপজেলার ভট্টপাড়া মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার কৃষক, ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতা-কর্মীরা ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এলাকাবাসী জানায়, বিগত দিনে উপজেলায় দিনে-দুপুরে পুকুর খনন করা হয়েছে। এখন পুকুর খনন করা হয় রাতের আধারে। মানুষকে ঘুমে রেখে।

আবারও পুকুর খননের প্রস্তুতি নিয়েছে কিছু প্রভাবশালী ব্যক্তি। নতুন করে পুকুর খনন হলে মাঠ জুড়ে জলাবদ্ধতা ও বর্ষায় বাড়ি-ঘর ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পুকুর খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন তারা।

মানববন্ধনে বক্তরা আরও বলেন, নলডাঙ্গা উপজেলার হাজার হাজার কৃষকের সংসার চলে মাঠের ফসল উৎপাদন করে। পুকুর খনন করার কারণে সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়। উপজেলার কিছু প্রভাবশালীর কারণে মাটি ব্যবসায়ীরা এসব কাজ করে থাকে এবং এবারও পুকুর খননের প্রস্তুতি নিচ্ছে।

এ সময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মুক্তার সরদার, কার্তিক চন্দ্র, সত্তেন প্রাং, কৃষক সুনিল চন্দ্র, মিন্টু, মনু মিয়াসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩