• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৩৩:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৩৩:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

বেনজীর পরিবারকে দুদকে তলব

২৯ মে ২০২৪ সকাল ০৯:১৬:৫২

বেনজীর পরিবারকে দুদকে তলব

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে সাবেক পুলিশপ্রধান (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা। দুদক থেকে তাদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়ার পরেই সংশ্লিষ্ট অনুসন্ধানকারী দলের পক্ষ থেকে বেনজীর আহমদ পরিবারকে এই তলবি নোটিশ পাঠানো হয়েছে।

২৮ মে মঙ্গলবার কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর ও তার স্ত্রী-কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। দুদকের তিন সদস্যের অনুসন্ধান টিমে রয়েছেন উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদীন।

দুদক থেকে জানা গেছে, বেনজীর আহমেদকে আগামী ৬ জুন তলব করেছে দুদকের অনুসন্ধানকারী টিম। একই অভিযোগে স্ত্রী জীশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরকে ৯ জুন তলব করা হয়েছে।

১৮ এপ্রিল বেনজীরের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। ইতোমধ্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুইশ শতাধিক স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও ফ্রিজের আদেশ দেন আদালত। এছাড়া স্ত্রী-সন্তানসহ বেনজীরের বিও হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এরআগে ৩১ মার্চ দৈনিক কালের কণ্ঠে ‘ঢাকায় বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে নতুন করে আলোচনায় উঠে আসেন পুলিশের সাবেক আইজিপি ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩