• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১১:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১১:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পুলিশি বাধায় হাতীবান্ধায় বিএনপি’র সমাবেশ পণ্ড, আহত ৭

২৭ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৪২:১৬

পুলিশি বাধায় হাতীবান্ধায় বিএনপি’র সমাবেশ পণ্ড, আহত ৭

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ, মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এ সময় পুলিশ তাদেরকে বাধা দেয় এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন দলটির নেতাকর্মীরা।

২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ গেটে এ ঘটনা ঘটে।

উপজেলার মেডিকেল মোড় থেকে একটি মিছিল বের করে

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দইখাওয়া মোড় থেকে সাবেক এমপি পুত্র বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ গেটে সমাবেশে মিলিত হয়।

এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করে তারা।

সমাবেশে বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল বক্তব্য শুরু করলে পুলিশ অতর্কিতভাবে হামলা চালায় ও লাঠি চার্জ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এমনকি সংবাদকর্মীদের উপরও আক্রমণ করে বলে অভিযোগ করে তারা।

এ বিষয়ে বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করেছিলাম। এসময় পুলিশ আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের ৬-৭ জন আহত হন। শুধু তাই নয়, বাড়িতে ঢুকেও হামলা চালিয়েছে পুলিশ।

হাতীবান্ধা থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, তারা (বিএনপির নেতাকর্মীরা) রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে জানমালের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় । তাই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩