মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মানুষের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজিত সম্মিলিত মানববন্ধনে বাঁধা দিয়েছে পুলিশ।
৩০ আগস্ট বুধবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়।
সম্মিলিত সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসক সংকটসহ নানা সংকটে জর্জরিত। যার ফলে জেলার ২৫ লক্ষ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে ১৬টি চিকিৎসক পদশূন্য, রোগ নির্ণয়ের অনেকগুলো মেশিন নষ্ট, প্রশিক্ষিত অপারেটর না থাকা, ভিতর ও বাহিরে অপরিচ্ছন্ন পরিবেশ, রোগিদের নিম্নমানের খাবার সাপ্লাই, ভালো ঔষধ না পাওয়া, মর্গ হাউজের নানান সংকট ও সমস্যা, বিভিন্ন টেস্টের ক্ষেত্রে হাসপাতালে কর্তব্যরত নার্স ও কর্মচারীদের সিন্ডিকেট গড়ে উঠা, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করাসহ নানান অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে আজ আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিলাম। কিন্তু আমরা মানববন্ধন করতে এসে দেখলাম, পুলিশ আমাদের বাঁধা দিচ্ছে। আমরা জানি না কি কারণে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দেওয়া হল।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) ইয়াসিন রাসেল বলেন, উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তারা মানববন্ধন করতে পারে নাই। আমাদের তারা জানিয়েছেন সামনে অনুমতি নিয়ে মানববন্ধনের আয়োজন করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available