• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৯:৪২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৯:৪২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডুমুরিয়ায় বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

২৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২৩:৩০

ডুমুরিয়ায় বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহ-আলম (৫৭) নামে এক গোয়েন্দা পুলিশের সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চালক জুয়েল মিয়া গুরুতর আহত হয়েছেন। ২৮ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ের টার্নিংয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, চুকনগর থেকে মোটরসাইকেলযোগে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম ও বটিয়াঘাটা এলাকার জুয়েল মিয়াসহ (৩০) তারা দুইজন খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) যাত্রীবাহী ইমাদ পরিবহন মোটরসাইকেলটিকে সাজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী শাহ-আলম ও চালক জুয়েল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ফেঁটে গিয়ে গুরুতর জখম হয়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে মুর্মূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য শাহ আলমকে মৃত্যু বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানায় কর্তব্যরত এসআই পারভেজ মুন্সী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু পালিয়ে যাওয়ার চেস্টাকালে ঘাতক বাসটির পিছু নিয়ে আটক করতে সক্ষম হয়েছি। ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন জানান, মুমূর্ষ অবস্থায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর পুলিশ সদস্য শাহ আলমের মৃত্যু হয়। আহত জুয়েল মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩