• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:০৫:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:০৫:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দুই একজনের দায়ভার সকল পুলিশ নেবে না: নাটোরের পুলিশ সুপার

৩ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:৪৫:৩০

দুই একজনের দায়ভার সকল পুলিশ নেবে না: নাটোরের পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের নবাগত পুলিশ সুপার মারুফাত হোসেন বলেছেন, কিছুসংখ্যক পুলিশের অপরাধের দায়ভার ডিপার্টমেন্ট নেবে না। আমি নতুনভাবে যে কর্মসূচি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, মানুষের কল্যাণে কাজ করব।

২ সেপ্টেম্বর সোমবার বিকেলে নাটোর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নাটোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মারুফাত হোসেন আরও বলেন, আগামী ৩ মাসের মধ্য নাটোরে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজকে খুঁজে পাওয়া যাবে না। নাটোরের মানুষের মাঝে শান্তি ফেরাতে যা যা করা প্রয়োজন তাই করা হবে। ৫ আগস্টের আগে দেশে যে সমস্ত পুলিশরা ছিল, তারা এখন আর নেই।

এখন থেকে নতুন করে ন্যায় প্রতিষ্ঠিত হবে। আমি যে ভিশন নিয়ে এসেছি, আমার সঙ্গে যাদের দেখছেন তারাও সেই একই ভিশনে কাজ করবে। সভায় কর্মরত বিভিন্ন সাংবাদিকরা নাটোরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলীসহ পুলিশের কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩