• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৩১:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৩১:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ গড়তে চাই: নওগাঁ পুলিশ সুপার

১১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:১৮:৪৪

ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ গড়তে চাই: নওগাঁ পুলিশ সুপার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেন, সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই। ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই। যেখানে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করবে। ১১ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁ সবচেয়ে শান্তিপূর্ণ একটি জেলা। এখানকার মানুষ তাদের কাজ কর্ম নিয়ে ব্যস্ত এবং তারা কোনো রকম বিশৃঙ্খলা করে না। নওগাঁর মানুষ এই শৃঙ্খলা ধরে রাখলে আমরা তাদের পাশে থেকে সর্বদা শৃঙ্খলা অব্যাহত রাখার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, পুলিশকে আরও আধুনিকভাবে জনবান্ধব পুলিশে রুপান্তর করে মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা হবে। এ জেলায় আমি আসার পর থেকেই আপনারা সেটি উপলব্ধি করতে পেরেছেন। পুলিশকে জনকল্যাণমুখী হতে হবে, যতদিন যাবে ততদিনই আপনারা এটি টের পাবেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা নওগাঁয় অসহনীয় যানজট, মাদকব্যবসা, জুয়া, চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ এসব অপরাধমূলক কাজের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, ডিআইও-১ বজলার রহমান, সদর থানার ওসি জাহিদুল হক, জেলা ডিবির পরিদর্শক ইনচার্জ হাসমত আলীসহ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩